কক্সবাজারের টেকনাফে নাফ নদে বড়শি দিয়ে ২৪ কেজি ওজনের এক কোরাল মাছ ধরছেন জেলে। উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জেটি ঘাটে মোহাম্মদ মোদাচ্ছের নামের এক স্থানীয় জেলের বড়শিতে মাছটি ধরা পড়ে। মাছটি স্থানীয় মাছ ব্যবসায়ী সৈয়দ আলমের কাছে ১ হাজার ৩০০ টাকা কেজিতে বিক্রি করেন তিনি। অর্থাৎ মাছটি মোট ৩১ হাজার ২০০ টাকায় বিক্রি করেছেন এ জেলে। মাছটি দেখতে বাজারে ভিড় করে উৎসুক জনতা।
জেলে মোদাচ্ছির বলেন, বুধবার ফজরের নামাজ শেষে বড়শি নিয়ে শাহপরীর দ্বীপ জেটিতে গিয়ে নাফে বড়শি ফেলি। সকাল ১০ টার দিকে বড়শিতে বড় কোরাল মাছটি আটকা পড়ে। পরে মাছটি তুলে ওজন করে ২৪ কেজি পায় এবং প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা ধরে সাবরাংয়ের এক মাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করি।
তিনি বলেন, ‘তিন বছর ধরে জেটিতে বড়শি নিয়ে মাছ ধরি। অনেক সময় ছোট বড় মাছ ধরা পড়ে। এসব মাছ বিক্রি করে সংসারের খরচ চলে, পরিবারে মাছের চাহিদা মেটে। আমার মতো আরও অন্তত ২০ জন প্রতিদিন জেটিতে বড়শি নিয়ে মাছ ধরে।’
মাছের ক্রেতা সৈয়দ আলম বলেন, ‘বড়শিতে আটকা পড়া ২৫ কেজির মাছটি ১ হাজার ৩০০ টাকা দিয়ে কিনেছি। টেকনাফের স্থানীয় মানুষের কাছে কোরাল মাছের বেশ কদর রয়েছে। মাছটি কেজিতে দেড় হাজার টাকায় বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি।’
টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, নাফ নদে বড়শিতে একটি বড় কোরাল মাছ ধরা পড়ছে। এটি দ্রুত বর্ধনশীল মাছ। পরিবেশ ভালো পেলে মাছটি সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কোনো কোনো সময় এর বেশি ওজনের কোরালও পাওয়া যায়। নাফের কোরাল খুবই সুস্বাদু। তাই জেলেরা দামও ভালো পেয়ে থাকেন। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদে এখন বড় আকারের এ মাছ পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।


