Saturday, December 13, 2025
Advertisement
Home ফসল পানির নিচে বাদাম, বিপাকে কৃষক

পানির নিচে বাদাম, বিপাকে কৃষক

পাহাড়ি ঢল আর টানা বৃষ্টির কারণে তিস্তা নদীতে পানি বেড়েছে। এতে রংপুরের গংগাচড়া উপজেলার চরাঞ্চলে চাষ করা অপরিপক্ব বাদামক্ষেত তলিয়ে গেছে। ফলে বিপাকে পড়েছে স্থানীয় কৃষকরা

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর গংগাচড়ায় বাদাম চাষ হওয়া ৩৬৫ হেক্টর জমির মধ্যে ৩০ হেক্টর জমির বাদাম পানিতে ডুবে গেছে। এতে কৃষকদের খরচের টাকা পুষিয়ে নিতে হিমশিম খেতে হবে।

উপজেলার চর মহিপুর, পূর্ব ইচলি, চর ইচলি, চর ইশোরকুল, শংকরদহ, ছালাপাক, আলফাজটারী, শেখপাড়া, চিলাখালসহ কয়েকটি চর ঘুরে দেখা গেছে, কৃষকরা পানির নিচে তলিয়ে যাওয়া ক্ষেত থেকে গাছসহ বাদাম তুলে নৌকায় করে নিয়ে আসছেন। এসব গাছ থেকে অপরিপক্ব বাদাম ছাড়িয়ে রাস্তার ধারে পলিথিন বিছিয়ে স্তূপ করে রেখে দিচ্ছেন।

লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলি চরে বাদাম তুলছিলেন চাষি সাইয়েদুল ইসলাম। তিনি বলেন, ‘এ বছর প্রায় ১০০ শতক জমিত বাদাম চাষ করছুং। হঠাৎ ভারত থাকি নদীত পানি আসায় সউগ তলে গেইছে। আর কদিন গেইলে  সউগ পুরাট হইল হয়। তা হইলে কয়টা টাকাও পাইনো হয়। কায় যানে যে হঠাৎ করি নদীর পানি আসি সউগ একে বাড়ে তলে যাইবে। তলে গেইলে এভাবে তো রাখা যায় না। এ পানি কবে কমবে। তাই তুলে নেই চোল। যা হয় হোক।’

চর বাগেরহাটের চাষি মফিজ উদ্দিন ৭০ শতক জমিতে বাদাম চাষ করেছেন। তিনি আক্ষেপ করে বলেন, ‘বাহে সাংবাদিকের ব্যাটা, এগুলো কি তোরা ভালো করি লেখি দিবার পান না, যাতে নদীটা দুই পার্শ্বে বান্দে? তা হইলে তো আর হামার এত কষ্ট হয় না। এত কষ্ট করি আবাদ করি যদি ঘরত তুলবার আগতে পানিত ডুবি নষ্ট হয়া যায়, তা হইলে আবাদ করি লাভ কী?’

অনেক চাষি বলেন, এ বছর তারা ফসলটির খরচই তুলতে পারবে না।

এ বিষয়ে জানতে চাইলে গংগাচড়া উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম বলেন, আগাম অতি বৃষ্টি ও তিস্তার পানি বাড়ার ফলে উপজেলার প্রায় ৩০ হেক্টর জমির বাদাম নিমজ্জিত হয়েছে। যেহেতু আবহাওয়া প্রতিকূলে, তাই নিমজ্জিত জমি থেকে পানি অপসারণসহ রোগ বালাই দমনের জন্য কৃষি বিভাগ থেকে কারিগরি পরামর্শ দেওয়া অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ

কমলা চাষ করে সফল মাদারীপুরের রাসেল

মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া মৃধাকান্দি এলাকায় কমলা চাষ করে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছেন তরুণ উদ্যোক্তা রাসেল হোসেন।দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে বাবার...

পুরোনা আলু সংরক্ষণ করার অনুরোধ কৃষি উপদেষ্টার

আলুচাষিদের ক্ষতি পুষিয়ে নিতে ডিসেম্বর পর্যন্ত পুরোনো আলু সংরক্ষণ করতে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনকে অনুরোধ জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো....

দেশে ব্রুসেলা জীবাণুর ভ্যাকসিন উদ্ভাবন

দেশে গবাদিপশুর অন্যতম পরিচিত রোগ হলো ব্রুসেলোসিস। ব্রু‌সেলা অ‌্যা‌বর্টাস (Brucella abortus) নামক এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে এ রোগ হয়। এই জীবাণুতে গবাদিপশু আক্রান্ত হ‌লে...

ইউটিউব দেখে ‘কালো ধান’ চাষে সাফল্য

ব্ল‍্যাক রাইস বা কালো ধান। কেউ বলেন ‘প্রিন্স অফ রাইস’। এ ধানের প্রচুর চাহিদা রয়েছে। এ চাহিদা মেটাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার...