চা চাষের জন্য নামকরা পঞ্চগড়ে এবার নতুন আশা দেখাচ্ছে মাল্টা। আম, কাঁঠালের পাশাপশি এ জেলায় মাল্টা চাষ করচেন অনেকেই। আর এই মাল্টা বাগানে এখন কাঁচা-পাকা মাল্টায় ভরে গেছে।
জানা গেছে, পঞ্চগড় জেলার মাটি মাল্টা চাষের জন্য উপযোগী হওযায় ফলটি চাষে ব্যাপক সফলতা পেয়েছেন এই জেলার কৃষক। আট বছর আগে এ জেলায় ফলটির চাষ শুরু হয়।
এ বছর জেলার মাল্টা বাগানে গুলোতে প্রচুর ফল এসেছে। কোনো কোনো গাছে ২০০-৩০০ ফল ধরেছে। এসব রসালো মাল্টা অন্য যে কোনো জায়গার মাল্টার চেয়ে বেশি মানসম্মত।
মাল্টা চাষ করে অনেকেই সফল ও আর্থিক ভাবে লাভবান হচ্ছেন। কৃষি সম্প্রসারণ বিভাগের সাইট্রাস উন্নয়ন প্রকল্পের আওতায় পুষ্টির চাহিদা মেটানো ও কৃষকের আয় বৃদ্ধির জন্য বারি-১ মাল্টা চাষে প্রশিক্ষণ মাঠ পর্যায়ে তদারকি, বিনামূল্যে চারা বিতরণের মাধ্যমে মাল্টা চাষে উৎসাহিত করা হচ্ছে। এই প্রদক্ষেপের ফলে জেলায় ছোট বড় অনেক মাল্টা বাগান গড়ে উঠেছে।
জেলার বোদা উপজেলার বানিয়াপাড়া গ্রামের মাল্টা চাষি আসাদুজ্জামান রিপন জানান, পাঁচ বছর আগে ৩০ শতক জমিতে মাল্টা চাষ করেছেন। গত দুই বছর থেকে ফল দেওয়া শুরু করেছে। করোনার কারণে মাল্টার চাহিদা থাকায় এবার তিনি বাগান থেকে ৬ লাখ টাকার মাল্টা ফল বিক্রি করেছেন।
বোদা উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ জানান, মাল্টা চাষ বৃদ্ধিতে কৃষকদের প্রশিক্ষণসহ বিনামূল্যে মাল্টার চারা বিতরণ করা হচ্ছে।


