Saturday, December 13, 2025
Advertisement
Home কৃষি ক্যাম্পাস বাকৃবিতে সার্টিফিকেট প্রদানে অটোমেশন সিস্টেমের উদ্বোধন

বাকৃবিতে সার্টিফিকেট প্রদানে অটোমেশন সিস্টেমের উদ্বোধন

শিক্ষার্থীদের সময় ও ভোগান্তি কমানোর লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সার্টিফিকেট প্রদানের অটোমেশন সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে দেশে বা বিদেশে অবস্থানরত গ্র্যাজুয়েট, পোস্টগ্রাজুয়েট ও পিএইচডি শিক্ষার্থীরা এখন অনলাইনে বাকৃবি ইআরপি বা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে প্রভিশনাল ও মূল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। একইসঙ্গে অনলাইনেই পরিশোধ করতে পারবেন সংশ্লিষ্ট ফি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এ কর্মসূচির উদ্বোধন করেন। শিক্ষা শাখার উদ্যোগ এবং বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের কারিগরি সহায়তায় সম্পূর্ণ অটোমেশন প্রক্রিয়া বাস্তবায়ন করা হয়। উদ্বোধনের মধ্য দিয়েই কার্যক্রমটি কার্যকর হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, কোষাধ্যক্ষ (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রুস্তম আলী, শিক্ষা শাখার এডিশনাল রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান, ড. ফারুক আহম্মদসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা।

আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রুস্তম আলী অটোমেশন সিস্টেমের ধাপগুলো তুলে ধরে বলেন, শিক্ষার্থীরা ইআরপি বা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘Apply for Certificate’ অপশনে ক্লিক করলেই প্রয়োজনীয় তথ্য দেখা যাবে। শিক্ষার্থী আইডি প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে নাম, ডিগ্রি এবং যেসব সার্টিফিকেট উত্তোলন করা যাবে তা স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে। সার্টিফিকেট নির্বাচনের পর ফি প্রদানের অপশন পাওয়া যাবে এবং অনলাইন পেমেন্ট সম্পন্ন করার পর যাচাই-বাছাই শেষে সার্টিফিকেট সংশ্লিষ্ট হল-অফিসে পৌঁছে যাবে। হল ক্লিয়ারেন্স সম্পন্ন করলেই শিক্ষার্থী তার সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।

শিক্ষা শাখার এডিশনাল রেজিস্ট্রার ড. ফারুক আহম্মদ বলেন, শিক্ষার্থীদের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমরা এ ব্যবস্থা চালু করেছি। এই মাস পর্যন্ত অফলাইন আবেদন চলবে, তবে আগামী মাস থেকে সার্টিফিকেট আবেদন সম্পূর্ণ অনলাইন হবে। ২০১২ সাল থেকে ডাটাবেজে সংরক্ষিত তথ্য ব্যবহার করা হবে। তার আগের ডিগ্রিধারীদের তথ্য হালনাগাদ করে সিস্টেমে অন্তর্ভুক্ত করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রাপ্তি প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করতে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করলাম। অনলাইন আবেদন ও পেমেন্ট সম্পন্নের পর শিক্ষার্থীরা যেন সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে সনদপত্র সংগ্রহ করতে পারে—এই লক্ষ্যেই অটোমেশন কার্যক্রম চালু করা হয়েছে। আইসিটি সেল ও শিক্ষা শাখার উদ্যোগ প্রশংসনীয়।

তিনি বলেন, সার্টিফিকেট অটোমেশন সিস্টেম চালুর ফলে বাকৃবির শিক্ষার্থীরা এখন আরও দ্রুত, সহজ ও ঝামেলামুক্তভাবে সনদপত্র পাওয়ার সুযোগ পাবেন। এতে সময় সাশ্রয় হবে এবং একাডেমিক ব্যবস্থাপনাও আরও গতিশীল ও আধুনিক হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ

কমলা চাষ করে সফল মাদারীপুরের রাসেল

মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া মৃধাকান্দি এলাকায় কমলা চাষ করে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছেন তরুণ উদ্যোক্তা রাসেল হোসেন।দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে বাবার...

পুরোনা আলু সংরক্ষণ করার অনুরোধ কৃষি উপদেষ্টার

আলুচাষিদের ক্ষতি পুষিয়ে নিতে ডিসেম্বর পর্যন্ত পুরোনো আলু সংরক্ষণ করতে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনকে অনুরোধ জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো....

দেশে ব্রুসেলা জীবাণুর ভ্যাকসিন উদ্ভাবন

দেশে গবাদিপশুর অন্যতম পরিচিত রোগ হলো ব্রুসেলোসিস। ব্রু‌সেলা অ‌্যা‌বর্টাস (Brucella abortus) নামক এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে এ রোগ হয়। এই জীবাণুতে গবাদিপশু আক্রান্ত হ‌লে...

ইউটিউব দেখে ‘কালো ধান’ চাষে সাফল্য

ব্ল‍্যাক রাইস বা কালো ধান। কেউ বলেন ‘প্রিন্স অফ রাইস’। এ ধানের প্রচুর চাহিদা রয়েছে। এ চাহিদা মেটাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার...