Saturday, December 13, 2025
Advertisement
Home ফসল শীতকালীন সবজিতে ভরে উঠেছে রাজবাড়ীর হাট-বাজার

শীতকালীন সবজিতে ভরে উঠেছে রাজবাড়ীর হাট-বাজার

শীত মৌসুমের শুরুতেই রাজবাড়ী জেলার বিভিন্ন হাট-বাজারে আগাম শীতকালীন সবজিতে ভরে উঠেছে। ভালো দামের আশায় কৃষকেরা হাড়ভাঙা খাটুনি খেটে বেশি বেশি সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, এ বছর রাজবাড়ীতে ৫ হাজার ১০০ হেক্টর জমিতে ফুলকপি, বাঁধাকপি, সিম, মিষ্টিকুমড়া, টমেটো ও বরবটি আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগ প্রান্তিক কৃষকদের শীতকালীন সবজি আবাদের জন্য সহযোগিতা করে আসছে। ইতোমধ্যেই রবি মৌসুমের প্রণোদনার আওতায় ২০ হাজার কৃষকের মধ্যে ৩ কোটি, ৪৫ লাখ, ৩ হাজার ২০০ টাকার সার, বীজ, প্রদান করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যার মধ্যে ছিল, ১ কেজি করে সরিষা বীজ, ১ কেজি সূর্যমুখী, ১০ কেজি চিনা বাদাম, ১ কেজি পিয়াজ, ৫ কেজি মুসুর ও ৮ কেজি খেসারির বীজ।

প্রান্তিক কৃষকেরা এবার শীত মওসুমের আগেই ফুলকপি, মুলা, বাধাকপি, পটল, শিম, টমেটো, করল্লা বেগুন, ধনিয়া, লাউ, ধুন্দুলসহ নানা জাতের সবজি চাষ শুরু করছেন। চারা রোপণ এবং গাছে আশা ফুল ও ফলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।

পদ্মার চরের সদর উপজেলার মিজানপুর,দাদশি, এ ছাড়া রামকান্তপুর, সুলতানপুর ও মুলঘর ইউনিয়নের কৃষকদের সঙ্গে কথা হলে তারা জানান, পুরো শীত মৌসুমে সবজির অধিক দাম পাওয়া যায়। কারণ বর্ষা মৌসুমের পরে, সবজির বাজার চড়া থাকে, সে কারণে সচেতন কৃষকেরা বৃষ্টি উপেক্ষা করে সবজি চাষে মনযোগী থাকেন। তাই ফলন ভালো হয় এবং সবজি বিক্রি করে দামও ভাল পাওয়া যায়।

মিজানপুরের জৌকুরার কৃষক মিলন জানান, সবজি চাষে আমার সংসারে সফলতা এসেছে। তিনি বলেন, তার সবজি নিয়ে বাজারে যেতে হয় না, পাইকারেরা ক্ষেত থেকেই ন্যায্য দামে কিনে নিয়ে যায়।

রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম বাসসকে বলেন, এ মওসুমে শীতকালীন সবজি আবাদের জন্য ৫ হাজার ১০০ হেক্টর জমি নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৩ হাজার ১০০ হেক্টরে আবাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে।

তিনি বলেন, প্রান্তিক কৃষকদের শীতকালীন সবজি আবাদে কৃষি সম্প্রসারণ বিভাগ সহযোগিতা করে আসছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইতোমধ্যেই ২০ হাজার কৃষককে রবি মওসুমের প্রণোদনার আওতায় ৩ কোটি, ৪৫ লাখ, ৩ হাজার ২০০ টাকার সার, বীজ প্রদান করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ

পুরোনা আলু সংরক্ষণ করার অনুরোধ কৃষি উপদেষ্টার

আলুচাষিদের ক্ষতি পুষিয়ে নিতে ডিসেম্বর পর্যন্ত পুরোনো আলু সংরক্ষণ করতে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনকে অনুরোধ জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো....

দেশে ব্রুসেলা জীবাণুর ভ্যাকসিন উদ্ভাবন

দেশে গবাদিপশুর অন্যতম পরিচিত রোগ হলো ব্রুসেলোসিস। ব্রু‌সেলা অ‌্যা‌বর্টাস (Brucella abortus) নামক এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে এ রোগ হয়। এই জীবাণুতে গবাদিপশু আক্রান্ত হ‌লে...

ইউটিউব দেখে ‘কালো ধান’ চাষে সাফল্য

ব্ল‍্যাক রাইস বা কালো ধান। কেউ বলেন ‘প্রিন্স অফ রাইস’। এ ধানের প্রচুর চাহিদা রয়েছে। এ চাহিদা মেটাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার...

বেড়েছে প্রাণিসম্পদ, হাঁস-মুরগি ও জলজ চাষে উৎপাদন

বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) নতুন এক গবেষণায় দেখা গেছে, দেশে প্রাণিসম্পদ, হাঁস-মুরগি এবং জলজ চাষে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যার ফলে মাছ, দুধ,...