Saturday, December 13, 2025
Advertisement
Home ফসল রংপুর অঞ্চলে শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধিারণ

রংপুর অঞ্চলে শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধিারণ

চলতি রবি মৌসুমে রংপুর কৃষি অঞ্চলে ৪২ হাজার ১৩০ হেক্টর জমিতে ১১ লাখ ১৯ হাজার ৮৯৩ টন শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)।

গত বছর রবি মৌসুমে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী—এই পাঁচ জেলায় মোট ৩৯ হাজার ৭৪২ হেক্টর জমিতে ১০ লাখ ৩৯ হাজার ৬৯৯ টন শীতকালীন সবজি উৎপাদন করেছিলেন কৃষকরা।

চলতি মৌসুমে রংপুর বিভাগে শীতকালীন সবজি চাষে সরকার ইতোমধ্যে বিশেষ প্রণোদনা, উচ্চফলনশীল বীজ ও সার বিতরণসহ নানা উদ্যোগ নিয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কৃষকদের মানসম্মত বীজ, কৃষি উপকরণ ও কারিগরি সহায়তা দেবে।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকসহ বাণিজ্যিক ব্যাংক ও কয়েকটি এনজিও সহজ শর্তে কৃষিঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে, যাতে শীতকালীন সবজি চাষ কর্মসূচি সফল হয়।

রংপুর অঞ্চলের ডিএই-এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম বাসসকে বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে ভালো উৎপাদন ও ন্যায্য মূল্য পাওয়ায় কৃষকরা শীতকালীন সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন।’

তিনি বলেন, ‘আমন ধান কাটার পর কৃষকরা ইতোমধ্যে ৫ হাজার ৫৬৫ হেক্টর জমিতে শীতকালীন সবজির বীজ বপন সম্পন্ন করেছেন। আগামী মাস থেকেই আগাম জাতের সবজি তোলার কাজ শুরু হবে। এতে কৃষকরা বেশি লাভবান হবেন।

তিনি আরও জানান, নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে অঞ্চলে ঐতিহ্যবাহী আমন ধান কাটার সময় পুরোদমে শীতকালীন সবজি চাষ শুরু হবে।

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের পিএইচডি ফেলো ড. মো. মামুনুর রশিদ বলেন, ‘চলতি মৌসুমে কৃষকরা আগের তুলনায় আরও বেশি জমিতে শীতকালীন সবজি চাষ করবেন বলে আশা করা হচ্ছে।’

তিনি জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে বন্যার পানি নেমে যাওয়ার পর নিম্নাঞ্চল ও চরাঞ্চলের কৃষকরা আগাম জাতের শীতকালীন সবজি চাষ শুরু করেছেন। এর ফলে পরিবর্তিত জলবায়ু পরিস্থিতির সঙ্গে মানিয়ে তৈরি হওয়া নতুন আবাদ ব্যবস্থায় এসব আগাম জাতের সবজি ইতোমধ্যে স্থানীয় বাজারে আসতে শুরু করেছে।

রংপুরের রাণীপুকুর গ্রামের কৃষক নূর আলম, মোহাম্মদ আলী, আজিজুর রহমান, নারায়ণ চন্দ্র ও আফজাল হোসেন জানান, তারা আমন ধানের স্বল্পমেয়াদি জাত কেটে আগাম শীতকালীন সবজির বীজ বপন করেছেন।

কুড়িগ্রামের সাতভিটা গ্রামের আব্দুর রহমান ও সাইফুল ইসলাম এবং নয়াগ্রামের মাহবুবুর রহমান ও আবু বকরও জানান, তারা বন্যার পানি নামার পর আগাম জাতের শীতকালীন সবজি চাষ করেছেন।

কৃষকরা আশা প্রকাশ করেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে তারা আগাম মৌসুমি সবজি তুলতে পারবেন এবং এতে অধিক মুনাফা অর্জন করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ

কমলা চাষ করে সফল মাদারীপুরের রাসেল

মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া মৃধাকান্দি এলাকায় কমলা চাষ করে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছেন তরুণ উদ্যোক্তা রাসেল হোসেন।দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে বাবার...

পুরোনা আলু সংরক্ষণ করার অনুরোধ কৃষি উপদেষ্টার

আলুচাষিদের ক্ষতি পুষিয়ে নিতে ডিসেম্বর পর্যন্ত পুরোনো আলু সংরক্ষণ করতে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনকে অনুরোধ জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো....

দেশে ব্রুসেলা জীবাণুর ভ্যাকসিন উদ্ভাবন

দেশে গবাদিপশুর অন্যতম পরিচিত রোগ হলো ব্রুসেলোসিস। ব্রু‌সেলা অ‌্যা‌বর্টাস (Brucella abortus) নামক এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে এ রোগ হয়। এই জীবাণুতে গবাদিপশু আক্রান্ত হ‌লে...

ইউটিউব দেখে ‘কালো ধান’ চাষে সাফল্য

ব্ল‍্যাক রাইস বা কালো ধান। কেউ বলেন ‘প্রিন্স অফ রাইস’। এ ধানের প্রচুর চাহিদা রয়েছে। এ চাহিদা মেটাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার...