ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কোনো কৃষকের নাম যেন বাংলা শস্যবিমার আওতা থেকে বাদ না যায়, তা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাজ্যটির কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। প্রয়োজনে বিপর্যস্ত এলাকার চাষিদের কাছে গিয়ে তাদের নাম তোলার পরামর্শ দিয়েছেন তিনি।
উত্তরবঙ্গে অতিবৃষ্টিজনিত বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর পরিস্থিতি ও বাংলা শস্য বিমাসহ চাষিদের বিপর্যয় পরবর্তী সহায়তা প্রদানের ব্যবস্থা নিয়ে শনিবার নবান্নে একটি পর্যালোচনা বৈঠক হয়। এই জেলাগুলো হলোদার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ।
বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি ও পরিষদীয়বিষয়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কৃষি ও কৃষি বিপণন বিভাগের প্রধান সচিব ওঙ্কার সিং মীনা প্রমুখ। ভার্চ্যুয়ালি অংশ নেন পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার, ক্ষতিগ্রস্ত জেলাগুলোর উপ কৃষি কর্মকর্তারা।
বন্যায় যে সমস্ত চাষিদের শস্যের ক্ষতি হয়েছে, তাদের সরকারের তরফে বিনামূল্যে ভুট্টা, ডাল, সরষের বীজ দেওয়া হচ্ছে। শোভনদেব বলেন, ‘আমি আধিকারিকদের বলেছি, সরাসরি চাষির কাছে যেতে হবে। বাংলা শস্যবিমায় যাদের নাম অন্তর্ভুক্ত নেই, তাদের নাম তুলতে হবে। ইতোমধ্যেই ৪২ লাখ চাষি নাম তুলেছে। বেশ কিছু লোক নাম তুলবে। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কোনো কৃষক যেন বঞ্চিত না হন তা নিশ্চিত করতে হবে।’
পাশাপাশি তিনি জানান, নদীর চরে যারা চাষ করেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এমন চাষিদেরওও সাহায্য করা হবে।


