Saturday, December 13, 2025
Advertisement
Home খবর যেভাবে কৃষিকে সমৃদ্ধ করছে এআই

যেভাবে কৃষিকে সমৃদ্ধ করছে এআই

আরব আমিরাত থেকে বাংলাদেশ

নিম্ন ও মধ্যম আয়ের দেশের সরকারগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত আবহাওয়া পূর্বাভাসের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাসের ক্ষেত্রে এক অত্যাধুনিক সুবিধা পাচ্ছে। প্রথম এই ধরনের আবহাওয়া পূর্বাভাসের প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)।

ইউএই ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়, আমিরাতের প্রেসিডেন্ট কোর্টের আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের অনুদানে এই অগ্রগামী উদ্যোগটি সম্প্রতি শুরু করেছে মোহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এমবিজেডইউএআই)। এটি কৃষি উদ্ভাবন মেকানিজম ফর স্কেল এবং ইউনিভার্সিটি অব শিকাগোর সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

এই কর্মসূচির মাধ্যমে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জাতীয় আবহাওয়া ও জলবিদ্যা সেবা (এনএমএইচএস) এবং কৃষি মন্ত্রণালয়ের কর্মীদের এমন এআই (এআই) আবহাওয়ার পূর্বাভাস মডেল ব্যবহার করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা কৃষকদের প্রয়োজন অনুসারে তৈরি করা হয়েছে। একদল গবেষক নিশ্চিত করছেন, দেশগুলো যেন দ্রুত এই উদ্ভাবনগুলো গ্রহণ করতে পারে এবং বিশ্বমানের জাতীয় সেবা তৈরি করতে পারে—যা একসময় কেবল মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বা জাপানের মতো দেশগুলোতে সীমাবদ্ধ ছিল।

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে ফসল ও জীবিকার জন্য চরম ও অপ্রত্যাশিত আবহাওয়া হুমকির সৃষ্টি করছে। এই সময়ে এই প্রোগ্রামটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এআই এখন এই পরিবর্তনগুলোর পূর্বাভাস দ্রুত, কম খরচে এবং আরও নির্ভুলভাবে দিতে সাহায্য করছে। এমনকি যেসব অঞ্চলে ঐতিহাসিকভাবে উন্নত আবহাওয়া মডেলিং-এর সুবিধা নাই সেখানেও এই পূর্বাভাস মডেলটি দারুণ সুবিধা দিচ্ছে।

কৃষকদের ক্ষমতায়ন

প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীরা বাংলাদেশ, চিলি, ইথিওপিয়া, কেনিয়া এবং নাইজেরিয়ার প্রতিনিধিত্ব করছেন। তারা গত মাসে সংযুক্ত আরব আমিরাতে এমবিজেডইউএআই এবং ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) আয়োজিত প্রশিক্ষণে অংশ নিয়েছেন। আগামী বছরগুলোতে অতিরিক্ত প্রশিক্ষণের মাধ্যমে আরও ২৫টি দেশকে এই কর্মসূচির আওতায় আনা হবে। মোট ৩০টি দেশে এই কর্মসূচি পৌঁছে দেওয়া হবে এবং সম্ভাব্যভাবে আরও লাখ লাখ কৃষক উপকৃত হবেন।বাংলাদেশ ভ্রমণ।

এআইএম ফর স্কেল-এর নির্বাহী পরিচালক পল উইন্টার্স বলেন, ‘সঠিক, উচ্চ-মানের পূর্বাভাস কৃষকদের জন্য উন্নত ফলন, বেশি আয় এবং শক্তিশালী জীবিকা নিশ্চিত করতে পারে। এআই উদ্ভাবনকে কৃষির ব্যবহারিক সিদ্ধান্তের সঙ্গে যুক্ত করার মাধ্যমে আমরা লাখ লাখ কৃষকের সমৃদ্ধির জন্য সুযোগ তৈরি করছি।’

দলটি কৃষি মন্ত্রণালয়গুলোর সাথে কাজ করছে, যাতে আবহাওয়ার ঝুঁকিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রয়োজন অনুসারে পূর্বাভাস তৈরি করা যায়।এমবিজেডইউএআই-এর পরিসংখ্যান ও ডেটা সায়েন্সের সহযোগী অধ্যাপক সুহাইব বেন তাইয়াব বলেন, ‘আবহাওয়ার ডেটা থেকে মডেল যাচাইকরণ এবং ডাউনস্কেলিং পর্যন্ত, এই প্রশিক্ষণ এআই-চালিত আবহাওয়ার পূর্বাভাসের মূল দিকগুলো কভার করে, যা কৃষকদের অনিশ্চয়তার মধ্যে পরিকল্পনা গ্রহণে সক্ষম করে। এটি প্রমাণ করে, অত্যাধুনিক এআই গবেষণা কীভাবে খাদ্য সুরক্ষার মতো বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর জন্য ব্যবহারিক সমাধানে রূপান্তরিত হতে পারে।’

ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টস (ইসিএমডব্লিউএফ) সহ আরও অনেকে এই প্রোগ্রামটিকে এআই-চালিত পূর্বাভাসের একটি বৈশ্বিক মানদণ্ডে পরিণত করতে অবদান রাখছে।

ইউনিভার্সিটি অব শিকাগোর হ্যারিস স্কুল অফ পাবলিক পলিসির সহকারী অধ্যাপক এবং এআইএম ফর স্কেল-এর টেকনিক্যাল প্যানেলের চেয়ারম্যান আমির জিনা বলেছেন, এই প্রশিক্ষণ একটি শক্তিশালী উদাহরণ যে, কীভাবে এআই-কে বৈশ্বিক কল্যাণে কাজে লাগানো যেতে পারে।

তিনি বলেন, ‘ইতিহাসে প্রথমবারের মতো, বিশ্বমানের পূর্বাভাস পাওয়ার সুযোগকে গণতান্ত্রিক করার একটি বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো জাতীয় পরিষেবা তৈরি করতে সক্ষম হবে যা সবচেয়ে উন্নত দেশগুলোর মতো সোনার মান পূরণ করবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ

কমলা চাষ করে সফল মাদারীপুরের রাসেল

মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া মৃধাকান্দি এলাকায় কমলা চাষ করে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছেন তরুণ উদ্যোক্তা রাসেল হোসেন।দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে বাবার...

পুরোনা আলু সংরক্ষণ করার অনুরোধ কৃষি উপদেষ্টার

আলুচাষিদের ক্ষতি পুষিয়ে নিতে ডিসেম্বর পর্যন্ত পুরোনো আলু সংরক্ষণ করতে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনকে অনুরোধ জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো....

দেশে ব্রুসেলা জীবাণুর ভ্যাকসিন উদ্ভাবন

দেশে গবাদিপশুর অন্যতম পরিচিত রোগ হলো ব্রুসেলোসিস। ব্রু‌সেলা অ‌্যা‌বর্টাস (Brucella abortus) নামক এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে এ রোগ হয়। এই জীবাণুতে গবাদিপশু আক্রান্ত হ‌লে...

ইউটিউব দেখে ‘কালো ধান’ চাষে সাফল্য

ব্ল‍্যাক রাইস বা কালো ধান। কেউ বলেন ‘প্রিন্স অফ রাইস’। এ ধানের প্রচুর চাহিদা রয়েছে। এ চাহিদা মেটাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার...