বিনামূল্যে ফুল ও সবজি বীজ পেলেন শতাধিক গাছপ্রেমী। আজ শনিবার রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের সামনে ‘নাইন্টি মিনিটস স্কুলিং’ ও এ আর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের পক্ষে তাদের মাঝে এ বীজ উপহার দেওয়া হয়।
দুটি প্যাকেজে বীজ উপহার দেওয়া হয়। ‘প্যাকেজ-১’-এ ছিল লাউ, শসা, মরিচ, টমেটো, ধুন্দল, ঢেঁড়স, করলা, বেগুন, মিষ্টি কুমড়া ও ক্যাপসিকামের মোট ১০ প্যাকেট বীজ। ‘প্যাকেজ-২’-এ ছিল বিভিন্ন রংয়ের ডায়ান্থাস ও বামন আকৃতির সূর্যমুখী ফুল।

‘নাইন্টি মিনিটস স্কুলিং’-এর প্রতিষ্ঠাতা ও শেকৃবির উদ্যানতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আ ফ ম জামাল উদ্দিন গাছপ্রেমীদের মাঝে বীজগুলো বিতরণ করেন। এ সময় ‘নাইন্টি মিনিটস স্কুলিং’-এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ড. আ ফ ম জামাল উদ্দিন বলেন, মানুষের মাঝে সবুজ পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এমন আয়োজন। এ সময় তিনি বীজগুলোর স্পন্সর এ আর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা জানান।
বীজ নিতে ভিড় জমান শিশু থেকে নানা বয়সী মানুষ। সবজি ও ফুলের বীজ পেয়ে তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।


