Saturday, December 13, 2025
Advertisement
Home কৃষি ক্যাম্পাস বিসিএস পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা বাকৃবি প্রশাসন ও ছাত্রশিবিরের

বিসিএস পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা বাকৃবি প্রশাসন ও ছাত্রশিবিরের

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে যাওয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরও বিসিএস পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাসের ব্যবস্থা করেছে।

আগামীকাল শুক্রবার ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিতব্য বিসিএস পরীক্ষার্থীদের জন্য এই ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিসিএস পরীক্ষার্থীদের জন্য দুইটি বাসের ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাস দুটি সকাল ৮টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় থেকে যাত্রা শুরু করবে এবং টাউন হল পর্যন্ত যাবে। পরে দুপুর ১২টা ২০ মিনিটে বাস দুটি পুনরায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ফিরবে।

অন্যদিকে ছাত্রশিবির সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন, সে লক্ষ্যেই ছাত্রশিবির নিজস্ব উদ্যোগে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে। পরীক্ষার্থীরা নির্ধারিত রুট অনুযায়ী বাসে করে যথাসময়ে কেন্দ্রগুলোতে যেতে পারবেন।

পরীক্ষার দিন ক্যাম্পাস থেকে মোট চারটি বাস তিনটি রুটে যাবে। প্রথমটি ক্যাম্পাস থেকে বাইপাস হয়ে ক্যান্টনমেন্ট, ক্যাম্পাস থেকে চরপাড়া এবং অন্যটি ক্যাম্পাস থেকে টাউনহল যাবে। পরীক্ষার দিন সকাল ৮টা ৫ মিনিটে বাসগুলো বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড থেকে যাত্রা শুরু করবে। নারী পরীক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য প্রতিটি বাসের প্রথম চার সারি আসন সংরক্ষিত থাকবে।

আজ বৃহস্পতিবার বাকৃবি শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইউনুস বিন হোসাইন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বাসের চাহিদা অনেক বেশি থাকলেও প্রয়োজনের তুলনায় সংখ্যা সীমিত। তারপরও আমরা আমাদের সামর্থ্যের মধ্যে শিক্ষার্থীদের সুবিধার্থে এই পরিবহন ব্যবস্থা করেছি। আশা করি, এতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবেন।’

এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু নাছির ত্বোহা বলেন, ‘আমরা সবসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করি। শিক্ষার্থীরা যেন কোনো রকম ভোগান্তি ছাড়া পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে, সেই চিন্তা থেকেই আমাদের এই উদ্যোগ। আমরা স্বতন্ত্রভাবে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ। তাই তাদের পড়াশোনা ও ক্যারিয়ার গঠনের প্রতিটি ধাপে আমরা পাশে থাকতে চাই। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এবং তাদের অধিকার রক্ষায় ছাত্রশিবির সবসময় এগিয়ে থাকবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ

কমলা চাষ করে সফল মাদারীপুরের রাসেল

মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া মৃধাকান্দি এলাকায় কমলা চাষ করে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছেন তরুণ উদ্যোক্তা রাসেল হোসেন।দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে বাবার...

পুরোনা আলু সংরক্ষণ করার অনুরোধ কৃষি উপদেষ্টার

আলুচাষিদের ক্ষতি পুষিয়ে নিতে ডিসেম্বর পর্যন্ত পুরোনো আলু সংরক্ষণ করতে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনকে অনুরোধ জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো....

দেশে ব্রুসেলা জীবাণুর ভ্যাকসিন উদ্ভাবন

দেশে গবাদিপশুর অন্যতম পরিচিত রোগ হলো ব্রুসেলোসিস। ব্রু‌সেলা অ‌্যা‌বর্টাস (Brucella abortus) নামক এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে এ রোগ হয়। এই জীবাণুতে গবাদিপশু আক্রান্ত হ‌লে...

ইউটিউব দেখে ‘কালো ধান’ চাষে সাফল্য

ব্ল‍্যাক রাইস বা কালো ধান। কেউ বলেন ‘প্রিন্স অফ রাইস’। এ ধানের প্রচুর চাহিদা রয়েছে। এ চাহিদা মেটাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার...