Saturday, December 13, 2025
Advertisement
Home ফসল আউশ ধান চাষ করে লাভবান নওগাঁর কৃষকেরা

আউশ ধান চাষ করে লাভবান নওগাঁর কৃষকেরা

নওগাঁয় এবার বোরো ও আমন চাষের মধ্যবর্তী সময়ে অনেক জমিতে আউশ ধান চাষ হয়েছে। এতে লাভবান হয়েছেন জেলার কৃষকেরা। বোরো কাটার পর তারা আউশ ধান চাষ করেন। এখন আউশ ধান কেটে সেই জমিতে আমন মৌসুমের সুগন্ধযুক্ত চিনি আতপ (চিনি গুড়া) ধান চাষ করার প্রস্ততি চলছে।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় চলতি মৌসুমে কৃষকেরা ৫৮ হাজার ৬৯৫ হেক্টর জমিতে আউশ ধানের চাষ করেছেন। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪৫ হেক্টর বেশি।

চলতি বছর উপজেলাভিত্তিক আউশ ধান চাষের জমির পরিমাণ, নওগাঁ সদর উপজেলায় ৪ হাজার ৩৮৫ হেক্টর, রানীনগরে ৬৮০ হেক্টর, আত্রাইয়ে ১ হাজার ৭৮৫ হেক্টর, বদলগাছিতে ২ হাজার ২২৫ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ১৫ হাজার ২০০ হেক্টর।

এ ছাড়া পত্নীতলা উপজেলায় ৬ হাজার ৭০০ হেক্টর, ধামইরহাটে ২ হাজার ৭১০ হেক্টর, সাপাহারে ৮০৫ হেক্টর, পোরশায় ৮৫০ হেক্টর, মান্দায় ১৩ হাজার ৪৫৫ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৯ হাজার ৯০০ হেক্টর জমিতে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর প্রতি হেক্টর জমি থেকে ৪ দশমিক ৫০ টন হিসেবে মোট ২ লাখ ৬৪ হাজার ১৩০ টন ধান উৎপাদিত হওয়ার প্রত্যাশা রয়েছে। এর থেকে চাল পাওয়া যাবে ১ লাখ ৭৬ হাজার ৮৫ টন।

পত্নীতলার কৃষক সালেমামুন ও কিসমত আলী বলেন, বোরো ধান কাটার পর আমন ধান চাষ পর্যন্ত এসব জমি পতিতই থাকত। তাই তারা মধ্যবর্তী ফসল হিসেবে আউশ ধান চাষ করেছেন। বেশ ফলন হচ্ছে, লাভও অনেক

কৃষক তারা আাী বলেন, যেহেতু বোরো ধান চাষের পর এসব জমি পড়েই থাকশ এবং আউশ ধান কাটার পর কৃষকরা যথারীতি আমন মৌসুমে চিনি আতপ ধান চাষ করেছেন। কাজেই অতিরিক্ত হিসেবে আউশ চাষ করে একদিকে যেমন তারা খাদ্যের যোগান নিশ্চিত করেছেন, অন্যদিকে আর্থিকভবে লাভবান হয়েছেন।

এ ছাড়া অন্যান্য জেলা থেকে এবং নওগাঁ জেলার বিভিন্ন এলাকা থেকে প্রচুর সংখ্যক শ্রমিক ধান কাটার কাজে এখন ব্যস্ত সময় পার করছেন। তারা প্রতি বিঘা জমি ২৫০০ টাকা থেকে ৩০০০ টাকায় চুক্তিভিত্তিক ধান কাটার কাজ করে আয় করছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘চলতি বছর পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ার ফলে আউশ উৎপাদনে কৃষকের সেচ খরচ খুবই কম লেগেছে। কীটনাশকের আক্রমণ তেমন ছিল না। মধ্যবর্তী ফসল হিসেবে আউশ চাষের ফলে কৃষকের ঘরে অতিরিক্ত খাদ্য সঞ্চিত হয়েছে। আবার আউশ কেটে ওই জমিতে আমন মৌসুমের সুগন্ধি চিনি আতপ ধান উৎপাদন করতে পারছেন। এর ফলে কৃষকরা বছরে তাদের জমিতে তিনটি ফসল উৎপাদন করতে পারছেন। ক্রমবর্ধমান খাদ্য চাহিদার বিপরীতে ফসলের বহুমুখী বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে আউশ ধানের চাষ বাংলাদেশে খাদ্য সংকুলানে যথেষ্ট সহায়ক হবে বলে মনে করি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ

কমলা চাষ করে সফল মাদারীপুরের রাসেল

মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া মৃধাকান্দি এলাকায় কমলা চাষ করে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছেন তরুণ উদ্যোক্তা রাসেল হোসেন।দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে বাবার...

পুরোনা আলু সংরক্ষণ করার অনুরোধ কৃষি উপদেষ্টার

আলুচাষিদের ক্ষতি পুষিয়ে নিতে ডিসেম্বর পর্যন্ত পুরোনো আলু সংরক্ষণ করতে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনকে অনুরোধ জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো....

দেশে ব্রুসেলা জীবাণুর ভ্যাকসিন উদ্ভাবন

দেশে গবাদিপশুর অন্যতম পরিচিত রোগ হলো ব্রুসেলোসিস। ব্রু‌সেলা অ‌্যা‌বর্টাস (Brucella abortus) নামক এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে এ রোগ হয়। এই জীবাণুতে গবাদিপশু আক্রান্ত হ‌লে...

ইউটিউব দেখে ‘কালো ধান’ চাষে সাফল্য

ব্ল‍্যাক রাইস বা কালো ধান। কেউ বলেন ‘প্রিন্স অফ রাইস’। এ ধানের প্রচুর চাহিদা রয়েছে। এ চাহিদা মেটাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার...