Saturday, December 13, 2025
Advertisement
Home কৃষি ক্যাম্পাস আন্দোলনে এসে প্রেমে পড়া!

আন্দোলনে এসে প্রেমে পড়া!

বাকৃবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রায় দেড় মাস ধরে কম্বাইন্ড (বিএসসি ইন ভেট ও এএইচ) ডিগ্রির আন্দোলন চলছে। এ আন্দোলনের ধারাবাহিকতায় রেল অবরোধ, মশাল মিছিল, প্রশাসনিক ভবনে তালা, শিল্পাচার্য জয়নুল আবেদিন অডিটরিয়ামে শিক্ষকদের অবরুদ্ধকরণ, শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা ও ভাঙচুরসহ নানা ঘটনা ঘটেছে। তবে এর মধ্যে আন্দোলনে এসে শিক্ষার্থীদের মধ্যে প্রেমে পড়া নিয়ে গুঞ্জন বেশ আলোচনার সৃষ্টি করেছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) প্রেমে পড়া নিয়ে গুঞ্জনের বিষয়ে অনুসন্ধান করতে বিশ্ববিদ্যালয়ের নামের কয়েকটি ফেসবুক পেজে খোঁজ করা হয়।

ভেটেরিনারি অনুষদের ৬৪ ব্যাচের ছাত্র অনন্ত হাসানের উদ্দেশে একজন লেখেন,
‘জীবনে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, তবে তুমি সবার থেকে আলাদা। তোমার বন্ধুভাবাপন্ন, হাসিখুশি আচরণভঙ্গি আমাকে বিমোহিত করেছে। কি আশ্চর্য! একটা মানুষ কিভাবে অজান্তেই বিশেষ ব্যক্তি হয়ে ওঠে।’

কৃষি অনুষদের চতুর্থ বর্ষের ছাত্র সম্রাট আল হাসানকে উদ্দেশে আরেকজন লেখেন,
‘মধ্য দুপুরে রিকশা নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মিছিলে তোমাকে দেখলাম। তোমাকে আমার মনের কথা অনেকবার বলতে চেয়েছি কিন্তু পারিনি। তুমি বাইরে থেকে রাগী মনে হলেও ভেতরে কোমল হৃদয়ের একজন মানুষ। আজ মনের কথা বলেই ফেললাম। আমি কিন্তু তোমার গ্রীন সিগন্যালের অপেক্ষায় আছি।’

ডিবিসির সাংবাদিক রাব্বিকে উদ্দেশে একজন লেখেন,
‘তোমার আইডি অনেকবার চেষ্টা ক‌রেও খুঁজে পেলাম না। যদি তুমি আমার প্রেম নিবেদন দেখে থাকো, উত্তর দিও। তোমাকে প্রথম দেখেছিলাম পশুপালন অনুষদের সামনে লাইভ করতে। তারপর দেখেছি প্রশাসনিক ভবনের সামনে। কয়েকদিনের পরিশ্রমে তোমাকে চেনা যাচ্ছে না। তোমার স্বাস্থ্যের যত্ন নিও।’

পশুপালন অনুষদের শিক্ষার্থী রিফাত বিন করিমের উদ্দেশে একজন লেখেন, ‘তোমার সৌন্দর্যে আমি প্রেমে পড়ে গেছি। তুমি আমার ভার্সিটির প্রথম প্রেম। যদি নিঃসঙ্গ থাকেন, তবে উত্তরে চিঠি দিও। আমার প্রথম অনুভূতিটিও মূল্যায়ন করবেন।’

ডিভিএম ৬৩ ব্যাচের শিক্ষার্থী সাদিক সোলায়মান রাফির উদ্দেশে একজন লেখেন, ‘আমি তোমাকে সর্বদা চোখে চোখে রাখি। আমাকে অবহেলা করো কিনা জানি না। এই আন্দোলনে যাচ্ছি শুধুমাত্র তোমার জন্য। মশাল হাতে তোমাকে আরও অনেক সুন্দর লাগে। এই আন্দোলন হয়ে ভালোই হয়েছে, তোমাকে বারবার দেখতে পাচ্ছি। তুমি আমাকে খুঁজলেই আমার হৃদয়ে জায়গা পাবে। আমি চাই, আমার প্রথম ও শেষ গন্তব্য তুমি হও।’

তবে প্রেম নিবেদনের এসব বার্তা লেখক নারী না পুরুষ, তা নিশ্চিত হওয়া যায়নি। অনেকের ধারণা, তাদের নিকটস্থ বন্ধুরাই বিনোদনের জন্য এসব প্রেম নিবেদন করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ

কমলা চাষ করে সফল মাদারীপুরের রাসেল

মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া মৃধাকান্দি এলাকায় কমলা চাষ করে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছেন তরুণ উদ্যোক্তা রাসেল হোসেন।দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে বাবার...

পুরোনা আলু সংরক্ষণ করার অনুরোধ কৃষি উপদেষ্টার

আলুচাষিদের ক্ষতি পুষিয়ে নিতে ডিসেম্বর পর্যন্ত পুরোনো আলু সংরক্ষণ করতে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনকে অনুরোধ জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো....

দেশে ব্রুসেলা জীবাণুর ভ্যাকসিন উদ্ভাবন

দেশে গবাদিপশুর অন্যতম পরিচিত রোগ হলো ব্রুসেলোসিস। ব্রু‌সেলা অ‌্যা‌বর্টাস (Brucella abortus) নামক এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে এ রোগ হয়। এই জীবাণুতে গবাদিপশু আক্রান্ত হ‌লে...

ইউটিউব দেখে ‘কালো ধান’ চাষে সাফল্য

ব্ল‍্যাক রাইস বা কালো ধান। কেউ বলেন ‘প্রিন্স অফ রাইস’। এ ধানের প্রচুর চাহিদা রয়েছে। এ চাহিদা মেটাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার...