আলু রপ্তানি করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানালেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গতকাল শুক্রবার দুপুর ১২টা ৪৫ মিনিটে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারযোগে অবতরণের পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘আগামী এক-দুই মাসের মধ্যে হয়তোবা আলুর দাম কিছুটা বৃদ্ধি পাবে। চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে আমরা কিছু আলু কিনে টিসিবির মাধ্যমে বিতরণের চেষ্টা করছি, রপ্তানির লক্ষ্য নিয়েও কাজ করছি।’
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের বাজার পর্যবেক্ষণ এবং কৃষকের ন্যায্যমুল্য পাওয়ার ক্ষেত্রে আমরা মনে করছি রপ্তানিই একমাত্র উপায়। আমাদের ফলন গত বছর (মৌসুম) বাম্পার ছিল। আপনারা নিশ্চয় খেয়াল করেছেন গত বছর আলুর দাম ৮০ টাকা, ৯০ টাকা উঠে গিয়েছিল। ফলশ্রুতিতে এ বছর আলহামদুল্লিলাহ আমাদের আলু অনেক ভালো হয়েছে, কিন্তু একটু বেশি হওয়াতে সমস্যাই তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘আশা করা যায় যে, ইনশাল্লাহ কিছু আলু রপ্তানি করে ফেলতে পারি তাহলে এই সংকট আমরা মোকাবিলা করতে পারব। ’
গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে শেখ বশিরউদ্দীনকে গার্ড অব অনার দেওয়া হয়। পরবর্তীতে তিনি মর্তুজাপুর মাদ্রাসায় জুমার নামাজ আদায় করেন এবং তার শ্বশুর সাবেক সংসদ সদস্য আব্দুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


