Saturday, December 13, 2025
Advertisement
Home কৃষি ক্যাম্পাস খা‌লে বি‌লে সংর‌ক্ষিত হ‌বে দে‌শি মাছ

খা‌লে বি‌লে সংর‌ক্ষিত হ‌বে দে‌শি মাছ

ব্রহ্মপুত্র নদে দেশি মাছ ও কার্প মাছের পোনা অবমুক্তকরণসহ বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। এ ছাড়া ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় দেশের অভ্যন্তরীণ জলাশয়ে মাছের জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলো চিহ্নিতকরণ এবং অভয়াশ্রমের মাধ্যমে কিভাবে অভ্যন্তরীণ জলাশয়ে মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য ফিরিয়ে আনা যায় সে বিষয়ে নীতিমালা প্রণয়ন করা হয়।

গত বৃহস্পতিবার সকালে মাৎস্য র‍্যালির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের করিডোর থেকে শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবন সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে গিয়ে শেষ হয়। পরে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ব্রহ্মপুত্র নদে দেশি ও কার্প মা‌ছের পোনা অবমুক্তকরণ করেন।

‌সে‌মিনা‌রে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘আমরা মাছে ভাতে বাঙালি। মাংস একবেলা থেকে তিনবেলা খেলে অরু‌চি হয়ে যায়, কিন্তু এটি মাছের ক্ষেত্রে হয় না। জন্মগতভাবেই এটি আমাদের প্রিয় খাবার। বাকৃবির মাৎস্য বিশেষজ্ঞরা মৎস্যখাতে বিপ্লব ঘটিয়েছেন, যার ফলে মানুষ স্বল্প খরচে মাছ খেতে পারছে। তবে আশার কথা হলো, ইলিশের মতো দামি মাছও এখন পুকুরে চাষ করা সম্ভব। ইলিশের আচরণগত পরিবর্তন আনার মাধ্যমে পুকুরেও আবাসস্থলের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে গবেষকরা কাজ করে যাচ্ছেন।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, ‘দিবসটি উদযাপনের উদ্দেশ্য মাছ ও মৎস্যসম্পদ নিয়ে সকলকে সচেতন করা। দিন যত যাচ্ছে মাছ উৎপাদন কমছে, আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। কেন এই সংকট তৈরি হয়েছে এবং সাথে সাথে পুনরুদ্ধারের উপায়ও আমলে নিতে হবে।’

মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক, প্রক্টর অধ্যাপক ড. আবদুল আলীম, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, ময়মনসিংহ বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাসসহ মাৎস্যবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন বর্ষের শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ

কমলা চাষ করে সফল মাদারীপুরের রাসেল

মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া মৃধাকান্দি এলাকায় কমলা চাষ করে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছেন তরুণ উদ্যোক্তা রাসেল হোসেন।দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে বাবার...

পুরোনা আলু সংরক্ষণ করার অনুরোধ কৃষি উপদেষ্টার

আলুচাষিদের ক্ষতি পুষিয়ে নিতে ডিসেম্বর পর্যন্ত পুরোনো আলু সংরক্ষণ করতে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনকে অনুরোধ জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো....

দেশে ব্রুসেলা জীবাণুর ভ্যাকসিন উদ্ভাবন

দেশে গবাদিপশুর অন্যতম পরিচিত রোগ হলো ব্রুসেলোসিস। ব্রু‌সেলা অ‌্যা‌বর্টাস (Brucella abortus) নামক এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে এ রোগ হয়। এই জীবাণুতে গবাদিপশু আক্রান্ত হ‌লে...

ইউটিউব দেখে ‘কালো ধান’ চাষে সাফল্য

ব্ল‍্যাক রাইস বা কালো ধান। কেউ বলেন ‘প্রিন্স অফ রাইস’। এ ধানের প্রচুর চাহিদা রয়েছে। এ চাহিদা মেটাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার...