ঝিনাইদহের শৈলকুপায় এক কৃষকের ২০ শতক জমির বেগুন ও কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাতের আধারে উপজেলার ত্রিবেনী ইউনিয়নের পূর্ব বসন্তপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। কৃষক ইসকেন্দার আলী মন্ডল ওই গ্রামের সালামত মন্ডলের ছেলে। ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লাখ টাকা বলে দাবি ভুক্তভোগী কৃষকের।
এদিকে, মানুষের প্রতি শত্রুতা করে ফসলের এমন ক্ষতি করা চরম বর্বরতা বলে মন্তব্য করেছেন স্থানীয় কৃষকরা।
ক্ষতিগ্রস্থ কৃষক ইসকেন্দার বলেন,‘ গত কয়েক মাস ধরে জমিতে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করেছি। গাছে সবেমাত্র বেগুন ধরা শুরু করেছে। সকালে ক্ষেতে গিয়ে দেখি ১০ শতক জমির বেগুনের গাছগুলো কে বা কারা রাতে কেটে ফেলেছে। পুরো বেগুনের ক্ষেত একদম শেষ। সেই সঙ্গে আমার ১০ শতক জমির কলাগাছও কেটে ফেলেছে দুর্বৃত্তরা।হত্যা মামলাকে কেন্দ্র করে পূর্বশত্রতার জেরে আমার প্রতিপক্ষরা এমন ঘটনা ঘটাতে পারে বলে ধারণা।’
স্থানীয় কৃষক সেকেন্দার আলী বলেন, ‘যারা এ ধরনের নিষ্ঠুর কাজ করে তারা মানুষ না। শত্রুতার জের ধরে মানুষ হয়ে ফসলের এমন ক্ষতি করা চরম বর্বরতা। এ ধরনের অপরাধের বিচার না হলে আরও এমন ঘটনা ঘটতে পারে, সেইসাথে এলাকায় আইনশৃঙ্খখলার অবনতি হতে পারে।’

হত্যা মামলাকে কেন্দ্র করে দীর্ঘদিনের শত্রুতা ও গ্রাম্য দ্বন্দের জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে জানান স্থানীয়রা।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ‘এ ব্যপারে আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


