Saturday, December 13, 2025
Advertisement
Home প্রাণিসম্পদ গরুকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ

গরুকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ

নাটোরের বাগাতিপাড়ায় কৃষক মো. সোহেল রানার একটি গরুকে ঘাসের সঙ্গে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে গরুটির ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করেছে উপজেলা প্রাণিসম্পদ কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার জামনগর ইউনিয়নের দোবিলা গ্রামে কৃষক সোহেল রানার বাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল রাতেই গরুর মালিক সোহেল রানা বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভূক্তভোগী কৃষক সোহেল রানা বলেন, গত মঙ্গলবার দুপুরে তার চাষ করা জমি থেকে নেপিয়ার ঘাস কেটে গরুকে খেতে দেন। পরে সন্ধ্যায় গরুর পেট ফেঁপে ওঠে। এসময় গরুটি দ্রুত অসুস্থ হয়ে পড়ে। পরে তিন দিন ধরে গরুটির চিকিৎসা করানো হলেও শুক্রবার বিকেলে গরুটি মারা যায়।

তিনি অভিযোগ করে বলেন, প্রতিবেশি মেহেরুন্নেসা, মিঠু ও লুৎফর আলীর হুকুমে তার লাগানো নেপিয়ার ঘাসে ওষুধ প্রয়োগ করা হয়। আর সেই বিষাক্ত ঘাস খেয়েই গরুটি মারা গেছে

অভিযুক্ত লুৎফর আলী বলেন, ‘জমির মালিক মেহেরুন্নেসা সম্পর্কে আমার বেয়াইন। তিনি আমকে ঘাষমারা বিষ দেয়ার জন্য কাজের লোক ঠিক করে দিতে বলেন। আমি লোক ঠিক করে দিয়েছি। পরে জমিতে ঘাসমারা বিষ প্রয়োগ করেছে কি না, তা জানা নেই।’

বাগাতিপাড়া উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো.রাকিবুল হাসান রাকিব বলেন, গরুটির ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। প্রতিবেদন এলে বোঝা যাবে গরুটির মৃত্যুর আসল কারণ।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ

কমলা চাষ করে সফল মাদারীপুরের রাসেল

মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া মৃধাকান্দি এলাকায় কমলা চাষ করে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছেন তরুণ উদ্যোক্তা রাসেল হোসেন।দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে বাবার...

পুরোনা আলু সংরক্ষণ করার অনুরোধ কৃষি উপদেষ্টার

আলুচাষিদের ক্ষতি পুষিয়ে নিতে ডিসেম্বর পর্যন্ত পুরোনো আলু সংরক্ষণ করতে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনকে অনুরোধ জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো....

দেশে ব্রুসেলা জীবাণুর ভ্যাকসিন উদ্ভাবন

দেশে গবাদিপশুর অন্যতম পরিচিত রোগ হলো ব্রুসেলোসিস। ব্রু‌সেলা অ‌্যা‌বর্টাস (Brucella abortus) নামক এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে এ রোগ হয়। এই জীবাণুতে গবাদিপশু আক্রান্ত হ‌লে...

ইউটিউব দেখে ‘কালো ধান’ চাষে সাফল্য

ব্ল‍্যাক রাইস বা কালো ধান। কেউ বলেন ‘প্রিন্স অফ রাইস’। এ ধানের প্রচুর চাহিদা রয়েছে। এ চাহিদা মেটাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার...