Saturday, December 13, 2025
Advertisement
Home ফসল বিষমুক্ত কৃষিপণ্য উৎপাদনে দোহারে পার্টনার কংগ্রেস সমাবেশ

বিষমুক্ত কৃষিপণ্য উৎপাদনে দোহারে পার্টনার কংগ্রেস সমাবেশ

ঢাকার দোহারে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদের হলরুমে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’-এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দোহার উপজেলা কৃষি বিভাগের অতিরিক্ত কৃষি কর্মকর্তা আসমা নাজনীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষিবিদ ড. সাফায়েত আহম্মেদ সিদ্দিকী ও জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মুহাম্মদ শফিকুর রহমান।

আলোচনায় বক্তারা কীটনাশক ও বিষমুক্ত কৃষিপণ্য উৎপাদনের গুরুত্ব তুলে ধরেন এবং কৃষিখাতের বিভিন্ন সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন

উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সানিয়া সুলতানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. তুরাজ। তিনি বলেন, ‘মেধাবী জাতি গঠনে উৎপাদিত খাদ্যের পুষ্টিমান অক্ষুণ্ন রাখা এবং বাণিজ্যিক করণের মাধ্যমে বাজারজাতকরণের সম্ভাবনাকে কাজে লাগাতে আমরা কাজ করে যাচ্ছি। এই লক্ষ্যে কৃষাণ-কৃষাণী পর্যায়ে দল গঠন করে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের সংগঠিত করা হচ্ছে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পার্টনার প্রকল্পের দল গঠন করে সমবায় বিভাগের নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা শিরীন সুলতানা মুন্নি, উপজেলা কৃষক দলের সভাপতি কাজী রুবেল, উপজেলা মৎস্য দলের সভাপতি মো. রমজান হোসেন, দোহার প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান টিপু, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. সৈকত, নারিশার কৃষি কর্মকর্তা মো. শাহ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ

কমলা চাষ করে সফল মাদারীপুরের রাসেল

মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া মৃধাকান্দি এলাকায় কমলা চাষ করে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছেন তরুণ উদ্যোক্তা রাসেল হোসেন।দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে বাবার...

পুরোনা আলু সংরক্ষণ করার অনুরোধ কৃষি উপদেষ্টার

আলুচাষিদের ক্ষতি পুষিয়ে নিতে ডিসেম্বর পর্যন্ত পুরোনো আলু সংরক্ষণ করতে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনকে অনুরোধ জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো....

দেশে ব্রুসেলা জীবাণুর ভ্যাকসিন উদ্ভাবন

দেশে গবাদিপশুর অন্যতম পরিচিত রোগ হলো ব্রুসেলোসিস। ব্রু‌সেলা অ‌্যা‌বর্টাস (Brucella abortus) নামক এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে এ রোগ হয়। এই জীবাণুতে গবাদিপশু আক্রান্ত হ‌লে...

ইউটিউব দেখে ‘কালো ধান’ চাষে সাফল্য

ব্ল‍্যাক রাইস বা কালো ধান। কেউ বলেন ‘প্রিন্স অফ রাইস’। এ ধানের প্রচুর চাহিদা রয়েছে। এ চাহিদা মেটাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার...