মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা বলেছেন, ‘কোনো ক্রমেই মাটির স্বাস্থ্য নষ্ট করা যাবে না। মাটিকে আমাদের মায়ের মতো করে যত্ন নিতে হবে। নিয়মিত মাটি পরীক্ষার পাশাপাশি বেশি বেশি জৈব সার ব্যবহার করতে হবে। তাহলে মাটির পুষ্টিগুন বৃদ্ধি পাবে এবং ফসলের উৎপাদন বাড়বে।’
আজ শুক্রবার মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট সাতক্ষীরার আয়োজনে তারুণ্যের উৎসব জুলাই-২০২৫ উপলক্ষে মাটির স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি ও সুষম সার ব্যবহার বিষয় কৃষক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. বেগম সামিয়া সুলতানা বলেন, ‘জনবল কম থাকার পরও কৃষকদের পর্যাপ্ত সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট।’
এসআরডিআই‘র খুলনা বিভাগীয় কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা দিলরুবা করিমের সভাপতিত্বে ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট সাতক্ষীরা কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সামছুন নাহার রত্নার সঞ্চালনায় কৃষক সমাবেশে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য দেন কৃষি মন্ত্রনালয়ের উপসচিব ড. হারুনুর রশীদ, সয়েল সার্ভ অ্যান্ড ল্যাব ম্যানেজমেন্ট ডিভিশনের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মামুনুর রহমান, এসআরডিআই-এর গোপালগঞ্জের বৈজ্ঞানিক কর্মকর্তা জি এম মোস্তাফিজুর রহমান প্রমূখ।
এ সময় কৃষকরা তাদের মাটির ব্যবহার, সুষম সার প্রয়োগের নিয়মসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।


