স্বাভাবিকভাবে চারটি পা নিয়ে বাছুরের জন্ম হলেও এবার রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুরে ৮ পাবিশিষ্ট একটি বাছুরের প্রসব হয়েছে। তবে বাছুরটি মৃত অবস্থায় প্রসব করেছে। এ খবর ছড়িয়ে পড়লে মৃত বাছুরটিকে একনজর দেখতে ভিড় জমায় স্থানীয়রা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে আলাদীপুর গ্রামের রাজবাড়ী জুট মিলের পেছনে অবস্থিত কৃষক মোস্তফার গাভীর পেট থেকে এ বাছুরটির জন্ম হয়।
রামকান্তপুর ইউনিয়নের কৃত্রিম প্রজনন কর্মী জীবন পোদ্দার ৩ ঘণ্টা চেষ্টার পর মৃত বাচ্চাটির প্রসব করিয়ে মা গাভিটির জীবন রক্ষা করে।
তিনি বলেন, ৮ পাসহ বাছুরটি জন্ম নিয়েছে। তবে বাছুরটি জীবিত না থাকলেও গাভিটি সুস্থ রয়েছে।


