পিপিআর বা পেস্টি ডেস পেটিটস রিউমিন্যান্টস এমন একটি ভাইরাস, যা ছাগল ও ভেড়ার জন্য নীরব ঘাতক বলা হয়। এটি আপনার প্রিয় খামারটিকে ফাঁকা করে দিতে পারে। এ ভাইরাস ছাগল ও ভেড়ার প্রাণ কেড়ে নিতে পারে নিমিষেই, নিঃশব্দে। একটু অসাবধানতা, আর কয়েক দিনের মধ্যেই গোটা খামার আক্রান্ত হতে পারে ভাইরাসটিতে।তবে ভয় নয়, সচেতনতা ও সঠিক টিকাদানই পারে এই বিপদকে ঠেকাতে!
পিপিআর থেকে ছাগলকে রক্ষায় গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ভেটেরিয়ান ডা. মো. আব্দুল্লাহ আল মাহমুদ।
পিপিআর রোগের লক্ষণ:
১. হঠাৎ করে শরীরের তাপমাত্রা বেড়ে যায় (১০৫–১০৭°F)।
২. নাক, চোখ, মুখ থেকে ঘন তরল স্রাব বের হয় – যা শুকিয়ে নাক বন্ধ করে দেয়।
৩. শ্বাসকষ্ট ও শুকনো কাশি দেখা দেয়।
৪. বারবার পাতলা পায়খানা হয়, শরীর দুর্বল হয়ে পড়ে।
৫. জিহ্বা ও মুখের ভেতরে ক্ষত বা ঘা তৈরি হয়।
৬. খাবারে অনীহা, শরীর দ্রুত শুকিয়ে যায়।
৭. চোখের মণি সাদা পদার্থে ঢেকে যেতে পারে।
যেভাবে পিপিআর প্রতিরোধ করতে পারবেন:
১. টিকাদানই হচ্ছে সবচেয়ে শক্তিশালী ঢাল: বছরে একবার নির্ভরযোগ্য PPR ভ্যাকসিন দিন (৩–১২ মাস বয়সী প্রতিটি ছাগলকে)।
২. আক্রান্ত ছাগলকে আলাদা করুন (আইসোলেশন): একটি অসুস্থ ছাগল শত শত সুস্থ ছাগলকে ঝুঁকিতে ফেলে দিতে পারে।
৩. পরিচ্ছন্নতা বজায় রাখুন: খাবার-পানির পাত্র, ঘর, খাট নিয়মিত পরিষ্কার করুন। সংক্রমণের পথ বন্ধ করুন।
৪. ইমিউন বুস্টার ও ভালো পুষ্টিকর খাবার দিন: ভিটামিন,খনিজ, সুষম খাদ্য ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৫. ভেটেরিনারিয়ানের পরামর্শ নিন: নিজে ওষুধ না দিয়ে অভিজ্ঞ ডাক্তারের নির্দেশনায় চিকিৎসা নিন।


