বাইরে সবুজ, ভেতরে গোলাপি। তাইওয়ানের এমন জাতের পেয়ারা চাষ করে হতে পারেন লাভবান। একবার চারা রোপণ করলে ফল পাওয়া যাবে ২০ বছর পর্যন্ত। বর্তমানে অনেকেই তাইওয়ানের এ পেয়ারা চাষ করছেন। লাভের মুখও দেখছেন তারা।
এ জাতের পেয়ারা কাটলে ভেতরে গোলাপি রঙ দেখা যাওয়া ছাড়াও স্বাদও দারুণ। এ ছাড়া গাছ থেকে সংগ্রহের পর দীর্ঘ দিন সংরক্ষণ করা যায়।
এ জাতের পেয়ারার চারা প্রতি একরে ৬৪০টি রোপণ করা যায়। সেক্ষেত্রে ২-২ ফুট দূরত্বে রোপণ করাই ভালো।
জমিতে সেচের সুবিধা থাকলে মার্চ-এপ্রিল মাসেও এ জাতের পেয়ারার চারা রোপণ করা যায়। এ পেয়ারার পোকামাকড়ের উপদ্রবও কম। রোপণের ৬ মাসের মধ্যে এটি ফল ধরতে শুরু করে।
এ ফলটির চাষ করতে প্রতি বছর ১১৫ গ্রাম নাইট্রোজেন, ৬০ গ্রাম ফসফরাস ও ৬০ গ্রাম পটাশ সার দেওয়া প্রয়োজন।


