Saturday, December 13, 2025
Advertisement
Home ফসল ধানক্ষেতে দেশের মানচিত্র এঁকে প্রশংসায় ভাসছেন শিক্ষক

ধানক্ষেতে দেশের মানচিত্র এঁকে প্রশংসায় ভাসছেন শিক্ষক

কুড়িগ্রামের উলিপুরে জমির ধানক্ষেতে বেগুনি ধানের চারা দিয়ে বাংলাদেশের মানচিত্র ফুটিয়ে তুলে প্রশংসায় ভাসছেন এক শিক্ষক। তার ধানক্ষেত দেখলে মনে হয় যেনো এক টুকরো বাংলাদেশ। দেশপ্রেম থেকে পৌরসভার বাকরের হাট এলাকায় সহকারী শিক্ষক আবু জাফর সাদিক (৩৬) তার ক্ষেতে দেশের মানচিত্র ফুটিয়ে তুলেছেন

কৃষি বিভাগের তথ্য মতে, বেগুনি রঙের ধান সৌন্দর্য ও পুষ্টিগুণে সমৃদ্ধ একটি জাত। এ ধানের নাম মূলত ‘পার্পল রাইস’। এই ধানগাছের পাতা ও কান্ডের রঙ বেগুনি হয়। তাই কৃষকদের কাছে এ জাতটি বেগুনি ধান নামে পরিচিত।

সরেজমিনে দেখা যায়, পৌরসভার পূর্ব নাওডাঙ্গা এলাকায় ডাম্পিং ষ্টেশনের পাশে তার মাস্টার সিডের প্রজেক্ট। সেখানে ব্রি-ধান ১০৮ জাতের ধান ৩০ শতক জমিতে রোপন করে তিনি এ দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন। এ দৃষ্টিনন্দন মানচিত্রটি রাস্তার সাথে হওয়ায় প্রতিদিন বিভিন্ন এলাকার দর্শনার্থীরা এখানে এসে ভিড় করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আবু জাফর সাদিক উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। চাকুরির পাশাপাশি কৃষি কাজ করেন তিনি। গত বছর ধানের ক্ষেতে জাতীয় পতাকা দৃশ্যায়ন করে জেলাজুড়ে আলোড়ন তুলেছিলেন তিনি। এ বছরেও তিনি ধানের ক্ষেতে বেগুনি ধানের চারা রোপন করে বাংলাদেশের মানচিত্র ফুটিয়ে তুলে প্রশংসায় ভাসছেন।

আবু জাফর সাদিক বলেন, ‘শিক্ষকতার পাশাপাশি গ্রামীণ অর্থনৈতিতে কৃষি কাজ চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আমার দেখাদেখি সাধারণ কৃষকরাও যেন কৃষিকাজে উদ্বুদ্ধ হয়, সে কাজ করে যাচ্ছি। বেগুনি ধানের চারা দিয়ে তৈরি করা বাংলাদেশের মানচিত্রটি দেখার জন্য মানুষজন প্রতিদিনই আসছেন। কেউ দেখছেন আবার কেউ ছবি তুলছেন, কেউ বা আবার বীজ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন।’
দেশের প্রতি গভীর ভালোবাসা থেকে এ কাজ করেছেন বলে জানান আবু জাফর সাদিক। আগামীতে আরও ব্যতিক্রম কিছু দৃশ্যায়ন করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

ধানক্ষেত দেখতে আসা বাবুল মিয়া, উজ্জ্বল হোসেন, আব্দুল হাই, কফিল উদ্দিন ও জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে বলেন, ধানের জমির মাঝে বাংলাদেশের মানচিত্র ফুটে উঠায় দেখতে সুন্দর লাগছে। জমিতে মানচিত্র দৃশ্যায়ন হয়ে ফুটে উঠায় আমাদের খুব ভালো লাগছে। এই ধরনের দৃশ্য সহজে চোখে পড়ে না। দেশের মানচিত্র দৃশ্যায়ন করে তিনি খুবই প্রশংসনীয় কাজ করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন জানান, এলাকায় এটি একটি চমকপ্রদ ঘটনা। একজন কৃষক দেশের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে তার জমিতে বাংলাদেশের মানচিত্রের আদলে বেগুনি ধানের চারায় তা ফুটিয়ে তোলায় সত্যিই প্রশংসার কাজ করেছেন। ইতোপূর্বেও তিনি জাতীয় পতাকা ধানের চারা দিয়ে তৈরি করে প্রশংসিত হয়েছিলেন। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ

কমলা চাষ করে সফল মাদারীপুরের রাসেল

মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া মৃধাকান্দি এলাকায় কমলা চাষ করে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছেন তরুণ উদ্যোক্তা রাসেল হোসেন।দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে বাবার...

পুরোনা আলু সংরক্ষণ করার অনুরোধ কৃষি উপদেষ্টার

আলুচাষিদের ক্ষতি পুষিয়ে নিতে ডিসেম্বর পর্যন্ত পুরোনো আলু সংরক্ষণ করতে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনকে অনুরোধ জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো....

দেশে ব্রুসেলা জীবাণুর ভ্যাকসিন উদ্ভাবন

দেশে গবাদিপশুর অন্যতম পরিচিত রোগ হলো ব্রুসেলোসিস। ব্রু‌সেলা অ‌্যা‌বর্টাস (Brucella abortus) নামক এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে এ রোগ হয়। এই জীবাণুতে গবাদিপশু আক্রান্ত হ‌লে...

ইউটিউব দেখে ‘কালো ধান’ চাষে সাফল্য

ব্ল‍্যাক রাইস বা কালো ধান। কেউ বলেন ‘প্রিন্স অফ রাইস’। এ ধানের প্রচুর চাহিদা রয়েছে। এ চাহিদা মেটাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার...