দীর্ঘ ১৪ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে কৃষি কাজে মনোনিবেশ করেন ঢাকার সাভারের দক্ষিণ ঝাউচর গ্রামের বর্গাচাষী জহিরুল ইসলাম। উপজেলার চরচামটা আনন্দবাজার গ্রামে পাঁচ বিঘা জমি লিজ নিয়ে শালগমের আবাদ করেছিলেন তিনি। আগাছানাশক ছিটিয়ে সেই শালগম নষ্ট করায় পথে বসার উপক্রম হয়েছেন জহিরুল।
জহিরুল জানান, ১১ মাস আগে ধার-দেনা করে সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে শালগমের আবাদ করলেও আগাছানাশক ছিটিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে গোটা জমির ফসল। আজ শনিবার সকালে জমিতে গিয়েই নষ্ট হয়ে যাওয়া ফসল দেখে মূর্ছা যান তিনি।
ভুক্তভোগী কৃষক বলেন, ‘ফসল তোলার সময় হয়েছিল। এখন আমার সবকিছু শেষ হয়ে গেছে। কীভাবে ধার-দেনা শোধ করবো?’ আগে যারা এই জমিতে চাষাবাদ করতেন তারাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা জহিরুলের।
স্থানীয়রা জানান, আগে যারা জমি লিজ নিয়েছিলেন, তারা সময় মতো টাকা পরিশোধ না করায় জমির মালিক নতুন করে জহিরুলকে সেই জমি লিজ দেওয়ার পর থেকেই নানাভাবে হুমকির সম্মুখীন হয়েছিলেন তিনি।


