বগুড়ার আদমদীঘিতে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থবছরে প্রদর্শনীপ্রাপ্ত ৩০ জন পুরুষ ও নারী কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আজ সোমবার দিনব্যাপী উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।
কৃষকদের প্রশিক্ষণ দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক জিএমএ গফুর। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার উপপরিচালক মো. দুলাল হোসেন, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম, বগুড়ার অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) সোহেল মো. শামছুদ্দীন ফিরোজ, আদমদীঘির উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী ও কৃষি সম্প্রসারণ অফিসার দিপ্তী রানী রায়।
প্রদর্শনীপ্রাপ্ত কৃষকদের প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।


