সিলেটের বিশ্বনাথে একসঙ্গে তিনটি বাছুর প্রসব করেছে একটি গাভি । এগুলো দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। অনেকে আবার ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন।
গতকাল শুক্রবার রাতে সিলেটের বিশ্বনাথ পৌরশহরের শাহজিরগাঁও গ্রামে একটি দেশি গাভি এক সঙ্গে তিনটি বাছুর প্রসব করেছে। গাভির মালিক ওই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সালেহ আহমদ।
সালেহ আহমদের চাচাতো ভাই সুজন মিয়া বলেন, ‘প্রায় তিনমাস আগে গাভিটি কেনা হয়। একজন বেতনভুক্ত লোক এটি লালন-পালন করছেন। গাভিটি একসঙ্গে তিনটি বাছুর প্রসব করায় সকলেই খুশি। তবে, প্রসবের কয়েক ঘণ্টা পর একটি বাছুরকে গাভি পা দিয়ে চাপা দেওয়ায় সেটি মারা গেছে।’
বিশ্বনাথ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুশ শহীদ হোসেন বলেন, ‘আজ শনিবার সকালে ফেসবুকে খবরটি দেখেছি। গাভি ও বাছুরগুলো দেখতে যাচ্ছি। এটি অস্বাভাবিক ঘটনা নয়, তবেসচরাচর এমনটি ঘটে না।’


