রাজশাহীর তানোরে স্বল্প পরিসরে রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। আলু চাষের জন্য আগাম ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। তবে, শুরুতেই শ্রমিক সংকটের পড়েছেন তারা। কৃষকরা বলছেন, এবার আলুর দাম ভালো পাওয়ায় ব্যাপক আগ্রহ নিয়ে তারা আলু চাষের জন্য একটু আগেই ধান কেটে আলু লাগানো শুরু করবেন।
আজ সোমবার তানোর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার মাঠ জুড়ে সোনালি রঙের অপরূপ শোভা ছড়াচ্ছে পাকা রোপা আমন ধান। অনেক কৃষকরা তাদের পাঁকা ধান কাটছেন। আবার অনেক কৃষকই শ্রমিক সংকটের কারনে ধান কাটা শুরু করতে পারেননি।
বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্ গেকথা বলে জানা গেছে, স্থানীয় শ্রমিকদের মজুরি বেশী হওয়ায় অনেক কৃষক জেলার বাইরে থেকে শ্রমিক নিয়ে আসছেন। অনেক কৃষি শ্রমিকই এ সময় বিভিন্ন জেলা থেকে ধান কাটতে রাজশাহীতে আসেন।
তানোর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এ বছর ২২ হাজার ৩৮৭ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে। এর মধ্যে উফশী জাতের ২১ হাজার ৪২৫ হেক্টর, সুগন্ধি জাত ৯৫০ হেক্টর ও হাইব্রিড জাত রয়েছে ১২ হেক্টর জমিতে।
তানোর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম বলেন, কৃষকরা কিছু কিছু এলাকায় ধান কাটতে শুরু করেছেন। আগামী দুই সপ্তাহের মাঝে পুরোদমে ধান কাটা শুরু হবে। ধান কাটার মেশিন প্রস্তুত রাখা হয়েছে। শ্রমিক নিয়ে তাই কৃষকদের দুঃশ্চিন্তার কারণ নেই।


