অব্যাহত ভারি বৃষ্টিপাতের কারণে ভারতে বেড়েছে পেঁয়াজের দাম। করোনাভাইরাসের কারণেও দেশটিতে এ মসলার দাম কিছুটা বেড়েছিল। আর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমসের খবরে বলা হয়, ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাতে পেঁয়াজক্ষেত নষ্ট হওয়ায় সরবরাহ কমে গেছে। এর ফলে দেশটিতে দাম বেড়ে গেছে। অনেক ক্রেতাই আগের তুলনায় কম পেঁয়াজ কিনছেন।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই’কে এক ক্রেতা বলেন, ‘করোনা মহামারির এই সময়ে পেঁয়াজের দাম বাড়াটা দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের অনেকেই করোনায় চাকরি হারিয়েছেন, কেউ চিকিৎসা নিতে গিয়ে অর্থ ব্যয় করেছেন। তাই পেঁয়াজের বাড়তি দাম সহ্য করা কষ্টকর।
এক পেঁয়াজ ব্যবসায়ী এএনআইকে বলেন, ‘ভারি বৃষ্টিপাতে পেঁয়াজের ক্ষেত নষ্ট হওয়ায় সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। এটি ক্রেতাদের মতো বিক্রেতাদেরও ভোগাচ্ছে।’
ভুক্তভোগী এক কৃষক বলেন, ‘ভারি বৃষ্টিপাতে পেঁয়াজ, সয়াবিন ও ভুট্টা পঁচে গিয়েছে। কৃষককে তবুও তার শ্রমিকদের মজুরি পরিশোধ করতে হবে। আবহাওয়ার পরিবর্তনের কারণে গত কয়েক মাসের চেয়ে পেঁয়াজের দাম বেড়েছে।’


