দীর্ঘ ১৫ বছর প্রবাস জীবন শেসে দেশে এসে গতবছর প্রায় পাঁচ একর জমিতে প্রায় ৮০ লাখ টাকা খরচ করে মাছের ঘের তৈরি করেছিলেন বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের শিংড়াবুনিয়া গ্রামের রাসেল আহমেদ রনি। নিজেকে প্রতিষ্ঠিত করতেই ছিল তার এ প্রচেষ্টা। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে তার মাছের ঘের। ভেসে গেছে প্রায় অর্ধ-কোটি টাকার মাছ।
রাসেল আহমেদ রনি আলিফ এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নামে তার এ মাছের ঘের তৈরি করেছিলেন। আশা ছিল এর মাধ্যমে এলাকার কিছু বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, কিন্তু অতি বৃষ্টির কারণে ও জোয়ারের পানিতে ভেসে গেছে তার সে স্বপ্ন। গত শুক্রবার বিকেলে সরেজমিন ঘুরে দেখা যায়, সমতল ভূমি থেকে পাঁচ ফুট মাটির বাঁধের উপর তিন ফুট নেট জাল দিয়ে দেওয়া বেড়াও তলিয়ে গেছে পানির নিচে।
রাসেল মিয়া জানান, তার ঘেরে রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন ধরনের মাছ ছিল। যার প্রতিটি মাছের ওজন দেড় থেকে দুই কেজি। যেহেতু শীতের মৌসুমে মাছের ওজন কম বৃদ্ধি হয় সে কারণে সামনের দুই মাস পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে শীতের আগেই মাছ গুলো বিক্রির ইচ্ছা ছিল তার।
পাথরঘাটা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, পাথরঘাটায় প্রায় পঞ্চাশটির মতো মৎস ঘের তলিয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা বলেন, ‘আমি বেশ কয়েকটি মাছের ঘের ও ফসলি জমি পরিদর্শন করে জেলা প্রশাসককে অবহিত করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে যথা সম্ভব সহয়তা করা হবে।’


