মাঠজুড়ে সবুজ ধানক্ষেত। এখনো পুরোপুরি বের হয়নি শীষ। কয়েকদিন পর এই মাঠে সোনালি রঙের ধান কৃষকের মুখে হাসি ফোটাবে। এমনই প্রত্যাশায় ছিলেন পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ির কৃষকরা। কিন্তু গত কয়েকদিনের ভারি বর্ষণের ফলে কৃষকের স্বপ্ন পানিতে যেন ডুবে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
টানা বৃষ্টির ফলে নিচু এলাকায় উঠতি আমন ধান গাছগুলো পানিতে নুয়ে পড়ছে। দীর্ঘক্ষণ পানির নিচে ডুবে থাকায় ধান গাছ নষ্ট হয়ে যাবে মনে করছেন কৃষকরা। তবে জেলা কৃষি বিভাগ বলছে, বৃষ্টিপাত কমলে তেমন সমস্যা হবে না।
খোঁজ নিয়ে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলায় এবার ৩ হাজার ৩০৩ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। গত বুধবার থেকে ভারি বৃষ্টিপাত শুরু হলে উপজেলার ৫টি ইউনিয়নের নিচু এলাকায় করা আমন ক্ষেতের ধান গাছগুলো পানিতে নুয়ে পড়ছে। টানা ৩/৪ দিন বৃষ্টি হওয়ায় জমিতে পানি জমে গেছে। এই অবস্থায় উঠতি আমন ধান গাছগুলো পচে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি না কমলে পানিতে থাকা বাকি ধানক্ষেত পচে নষ্ট হওয়ার শঙ্কায় চিন্তিত হয়ে পড়েছেন কৃষকরা
বিভিন্ন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বাইশারী ইউনিয়নে এবার আমন চাষ হয়েছে প্রায় ১ হাজার হেক্টর। এই ইউনিয়নের মধ্যম বাইশারী গ্রামের বাসিন্দা আবুল কালাম, ছৈয়দ আলম জানান- গত বুধবার থেকে টানা বৃষ্টি হচ্ছে এলাকায়। বৃষ্টিতে তাদের ক্ষেতের ধান গাছ নুয়ে পড়েছে। সেসব গাছে এখনো শীষ বের হয়নি। যার কারণে নুয়ে পড়া ধান গাছগুলো নষ্ট হয়ে যাবে।
বাইশারী ইউনিয়নে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল আলম জানান- বর্তমানে অনেক ধান আধা পাকা হয়েছে। বৃষ্টিতে কিছু ধানক্ষেত নুয়ে পড়েছে। তবে এই সংখ্যা খুব কম। পানি সরে গেলে ধান বেঁচে যাবে এবং পানি না সরলে কিছু নষ্টও হতে পারে। তবে পানি যেন জমে না থাকে সেজন্য কৃষকদের সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন।


